সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ থেকে রাজ্য জুড়ে বিদ্যালয়ের মিড ডে মিলে বিশেষ নজর দিল রাজ্য। প্রতি সপ্তাহে ছাত্রছাত্রী [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] পিছু ২০ টাকা অতিরিক্ত বরাদ্দ করা হল। ওই টাকায় মিড ডে মিলের মাধ্যমে ছাত্রছাত্রীদের খাদ্য তালিকায় অতিরিক্ত নজর দিতে হবে। আগামী এপ্রিল মাস পর্যন্ত রাজ্যের বিদ্যালয়ে বিদ্যালয়ে চালাতে হবে এই স্পেশাল মিড ডে মিল। ১৬ সপ্তাহে ছাত্র প্রতি মোট ৩২০ টাকা করে বরাদ্দ করা হচ্ছে। আজ ৯ জানুয়ারি দাসপুরেও বিদ্যালয়ে বিদ্যালয়ে স্পেশাল মিড ডে মিল হল। দাসপুর ১ ব্লকের হাট সরবেড়িয়া বি.সি. রায় উচ্চ বিদ্যালয়ে আজ মিড ডে মিলে অন্যান্য তরিতরকারি বা ভাতের সাথে ছাত্রছাত্রীদের পাতে পড়েছে ডিম সাথে আপেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক জানান, রাজ্য সরকারের নির্দেশ মেনেই তাঁরা এই স্পেশাল মিড ডে মিল চালাবেন এই ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত। তিনি আরও জানান, এই স্পেশাল মিড ডে মিলের প্রথম সপ্তাহে প্রতি ছাত্র পাবে ২টি করে ডিম। দ্বিতীয় সপ্তাহে দুটি মৌসুমী ফল যেমন কমলালেবু, আপেল ইত্যাদি। তৃতীয় সপ্তাহে মুরগির মাংস দেড়শ গ্রাম করে। আবার চতুর্থ সপ্তাহে প্রতি ছাত্রছাত্রী মিড ডে মিলে পাবে দুটি করে ডিম।
উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলে মাংস, ডিম বা ফলের কথা বলেছিলেন। তারপরই তড়িঘড়ি রাজ্য জুড়ে বিদ্যালয়ের মিড ডে মিলে এই বিশেষ ব্যবস্থা। তবে আজ মিড ডে মিলে এমন বিশেষ ব্যবস্থা থাকায় বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাবার হার অনেকটাই বেড়েছে বলে জানাচ্ছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্যদিকে ছাত্রছাত্রীরাও খুশি। লাগাতার করোনা পরিস্থিতি, লকডাউন, বন্ধ স্কুল। তার ওপর আর্থিকভাবে সমস্যায় অভিভাবকদের এক অংশ। ছাত্রছাত্রীদের পুষ্টির একটা ঘাটতি ছিল। এর মাঝে রাজ্যে এমন স্পেশাল মিড ডে মিল যথেষ্ট প্রশংসার দাবি রাখে।