নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ: ঘাটাল মহকুমার ৮৯ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধা সম্মাননা দিয়ে উৎসাহ প্রদান করল ভারতীয় রেডক্রশ সোসাইটির ঘাটাল শাখা ও দিলীপ কুমার গুছাইত চ্যারিটেবল ট্রাস্ট। ঘাটাল পৌরসভার সহযোগিতায় ১৩ আগস্ট ঘাটাল টাউন হলে আনুষ্ঠানিকভাবে ওই ছাত্র–ছাত্রীদের হাতে মেধা পুরস্কার তুলে দেওয়া হয়।’নৃত্যপট’ নৃত্য সংস্থার ছাত্রীদের উদ্বোধনী নৃত্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। রেডক্রশ সোসাইটি ঘাটাল শাখার চেয়ারম্যান তথা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, এবছর ২০২৩–এ ঘাটাল মহকুমার স্কুলগুলির মধ্যে মাধ্যমিকে ৪৬ জন, উচ্চ মাধ্যমিকে ৩২ জন, মাদ্রাসার ৫ জন এবং হাই মাদ্রাসার ৬ জন অর্থাৎ মোট ৮৯ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের এই মেধা সন্মাননা পুরস্কার দেওয়া হয়। কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় শিক্ষামূলক এবং মণীষীদের জীবনী বই, কলম, বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি, স্মারক ও সার্টিফিকেট। ওই অনুষ্ঠানের যাবতীয় ব্যয়ভার বহন করা বিশিষ্ট উদ্যোগপতি ও শিক্ষানুরাগী দিলীপ গুছাইত মহকুমার আগামী দিনের গর্ব এইসব মেধাবীদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও পুলকিত বোধ করেন।
রেডক্রশের সম্পাদক নারায়ণ ভাই বলেন, ঘাটালের অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের পাঠানো তালিকা ধরে ছাত্র- ছাত্রীদের আমন্ত্রণ পাঠানো থেকে শুরু করে অনুষ্ঠানের যাবতীয় আয়োজন নিখুঁত ভাবে করার চেষ্টা করেছেন শুভদীপ সিংহ রায়, ইন্দ্রনীল ঘোষ, শুভঙ্কর ঘোষ, শ্যামল রায় প্রমুখ রেডক্রশের আজীবন সদস্য ও পরিচালন কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি আগাগোড়া টানটান বুননে স্বভাবসিদ্ধ ভাবে সঞ্চালনা করেন শিক্ষক ইন্দ্রনীল ঘোষ।
উল্লেখ্য, ওইদিন উপস্থিত ছিলেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা, যোগদা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক গৌরীশঙ্কর বাগ, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা, বরুণা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায়, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর প্রমুখ।