ঘাটালের কোমরায় শ্রাবণী সংক্রান্তিতে দূরদূরান্ত থেকে ভক্তদের ঢল মনসা মন্দিরে

মনসারাম কর: আজ শ্রাবণী সংক্রান্তিতে মনসাপুজো উপলক্ষে আজ ঘাটাল থানার কোমরা গ্রামে বহু ভক্তদের

 

ভিড় উপচে পড়ল। শুধু কোমরা গ্রামের নয়, পাশাপাশি কয়েকি গ্রামসহ  দূরদূরান্ত থেকেও অনেক ভক্ত এখানে হাজির হন। সকল মহিলাদের হাতেই দেখা যায় একটি করে পুজোর ডালি। পুজো দিতে আসা সকল ভক্ত ও আশপাশের ১৪-১৫  টি গ্রামের প্রায় আট থেকে দশ হাজার মানুষের জন্য দুপুরে এখানে খাওয়ার ব্যবস্থাও ছিল।  কয়েক দশক আগে থেকেই এই রীতিনীতি এখানে ধারাবাহিক ভাবেই চলছে।  এত মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুজো কমিটির সদস্যদের।

প্রসঙ্গত এই মনসামন্দির এলাকার মানুষের কাছে জাগ্রত মনসাদেবীর মন্দির হিসেবে পরিচিত। সারাবছর জুড়ে প্রত্যেক শনি ও মঙ্গলবার পূজারী এই মন্দির থেকে ভক্তদের নানান রোগের ওষুধ ও কবচ দিয়ে থাকেন। মনসাদেবীর এই ওষুধ সন্তুষ্ট ভক্তরাও, তাই সপ্তাহের এই দুটি দিন ভিড় থাকে চোখে লাগার মত। সারা বছর যে সমস্ত ভক্ত এবং রোগী এখান থেকে ওষুধ নিয়ে যায় তারা সকলেই শ্রাবণ মাসের সংক্রান্তিতে পুজো দেওয়ার জন্য সপরিবারে এখানে হাজির হন। সকাল থেকে সারাদিনই জাঁকজমক করে চলে পুজো পর্ব।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!