তৃপ্তি পাল কর্মকার: দাসপুর-২ ব্লকের বৃহত্তর একান্নবর্তী পরিবারের মহিলা সদস্যদের দ্বারা পালিত হল বসন্তোৎসব। মাতলেন গ্রামবাসীরাও। ওই বৃহত্তম পরিবারটি ইসবপুর গ্রামে। আজ ৯ মার্চ সকালে ওই গ্রামের শীতলা মন্দিরের আটচালাতে বসন্তোৎসব উপলক্ষে নাচ গান সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পথচলতি মানুষদের কপালে আবীরের টীকা পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। দুপুর পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
দাসপুর-২ পরিবারের বৃহত্তর পরিবারের সদস্য সংখ্যা পঞ্চাশ। কোনও সামাজিক অনুষ্ঠানে এই পরিবারের আন্তরিক অংশগ্রহণে অবশ্যই অনুষ্ঠানের মাত্রা অনেকটাই বাড়ে বৈকি! অনেকে মজা করে বলেন, এই পরিবারটাই তো আসলে একটা গ্রাম! এই পরিবারের কালচারাল একটা দিক তো বরাবর রয়েইছে। কালচারাল দিকটা দেখেন ওই পরিবারের পাঁচ নম্বর গৃহবধূ অপর্ণা অধিকারী। সেই সূত্রে অপর্ণাদেবীর মেয়ে অরুণিমাও এই ধারা বজায় রেখেছে। মা মেয়ে দুজনে মিলে আয়োজন করেছে বসন্তোৎসবের। বছর ঊনিশের অরুণিমা কলকাতায় পড়াশোনা করে। অরুণিমা বলেন, পরের বার আরও বড়ো করে এবং সুন্দর পরিকল্পনা করে আমরা বসন্তোৎসবের আয়োজন করব। এই বছর নারীদিবসের পরের দিন বসন্তোৎসব পড়েছে। তাই আরও উৎসাহিত হয়েছি। পরেরবার আরও মেয়েদের সামিল করব বসন্তোৎসবে। •ওই বৃহত্তর পরিবারটি কেমন ভাবে দৈনন্দিন জীবন যাপন করে তা নিচের ভিডিওটিতে দেওয়া রয়েছে।