এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

সোনামুইতে দুর্গোৎসবের শুভ সূচনা হল খুঁটি পুজোর মধ্যদিয়ে

Published on: September 20, 2020 । 12:08 PM

শ্রীকান্ত ভুঁইঞা: ৪৯ তম বর্ষের দুর্গোৎসবের শুভ সূচনা হয়ে গেল জেলার দাসপুরের সোনামুইতে। রবিবার সোনামুই হাট সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষে খুঁটি পুজো হল। আর এই করোনা পরিস্থিতে খুঁটি পুজোর মধ্যদিয়েই কার্যত এবার পুজোর শুভারম্ভ করল এই পুজো কমিটি। কমিটির সদস্যদের থেকে জানা গেল এবার পুজোর বাজেট সাড়ে ৩ লক্ষ টাকা। কমিটির পক্ষে জানানো হয়েছে, পুজোর বাজেটের বেশিরভাগটাই তাঁরা করোনা মোকাবিলায় ব্যায় করবেন।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now