তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১৪ ফেব্রুয়ারি সারা রাজ্যে স্কুল, কলেজ, সরকারি অফিস বন্ধ। পণ্ডিত পঞ্চানন ভার্মার জন্মদিন [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] উপলক্ষে রাজ্য সরকার নির্দেশিত ছুটি। রাজ্য সরকারের নিয়মকে অমান্য করে আজ ক্ষীরপাই হাইস্কুল খোলা। চলছে পঠন-পাঠন। আর এ নিয়েই শুরু হয়েছে শোরগোল। স্কুলের টিআইসি শক্তিপদ পাল বলেন, স্কুল যেহেতু ম্যানেজিং কমিটি নির্দেশে চলে। আমাদের অনেক লোকাল ছুটি দিতে হয়। সন্তোষী পুজোর ছুটি আরও ভিন্ন ভিন্ন লোকাল অনুষ্ঠানের ছুটি দিতে হয়। তাই আমরা বাধ্য হয়েই সরকারি ছুটির দিনেও স্কুল খুলে রেখেছি। যদিও এ নিয়ে এলাকায় অভিভাবক থেকে সাধারণ মানুষের মধ্যে শোরগোল পড়ে গেছে। ক্ষীরপাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনোজ হালদার বলেন, সরকারি নির্দেশকে অমান্য করে মনীষীদের অবহেলা করে স্কুল খুলে রাখা ক্ষীরপাইবাসীর পক্ষে লজ্জা জনক। বিষয়টি নিয়ে প্রশাসনের দেখা দরকার।
Home এই মুহূর্তে শিক্ষা/সাহিত্য/সংস্কৃতি রাজ্য সরকার ঘোষিত ছুটির দিনেও কেন খোলা থাকবে স্কুল? শোরগোল ক্ষীরপাইয়ে