শ্রীকান্ত ভুঁইঞা: সাড়ম্বরে ষষ্ঠতম কন্যাশ্রী দিবস পালন করল দাসপুর-১ পঞ্চায়েত সমিতি ও দাসপুর-১ সমষ্টি উন্নয়ন সংস্থা। আজ ১৪ আগস্ট সকালে এনিয়ে একটি প্রভাতফেরির মাধ্যমের অনুষ্ঠানের সূচনা হয়। কন্যাশ্রী ছাত্রীদের নিয়ে দাসপুর মিলন মঞ্চে সারাদিন ধরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, দাসপুরের বিডিও সহ অন্যান্য আধিকারিকগণ ও বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রীবৃন্দ।