শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: মানুষের মধ্যে মাদকদ্রব্য সেবন নিয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৬ জুন সারা বিশ্বে মাদক বিরোধী দিবস পালিত হয়। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] সেই লক্ষ্যেই আজ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ঘাটাল থানার পাশাপাশি দাসপুর পুলিশের উদ্যোগেও আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন করা হয়। মাদক আসক্ত হয়ে যুব সমাজ ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে। তাই আজ পুলিশের পক্ষ থেকে একটি পদ যাত্রা করা হয় এবং পদযাত্রার মাধ্যমে ‘ড্রাগের নেশা নিপাত যাক’ এই শ্লোগানে দাসপুরবাসীকে সচেতন করা হয়। হাতে লিখিত প্ল্যাকার্ড নিয়ে ঘুরে ঘুরে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল মানুষকে বোঝানো ড্রাগের নেশা সর্বনাশা এবং তাদের সবাইকে মিলে একটি ড্রাগ বিরোধী সমাজ গড়ে তুলতে হবে। বিভিন্ন রকম জনসচেতনতা মূলক বার্তা সমাজের সামনে তুলে ধরাই তাদের আজকের মূল উদ্দেশ্য ছিল। তাদের প্রত্যাশা মানুষ মাদক দ্রব্য বর্জন করে সুস্থতার সঙ্গে এগিয়ে চলুক। মাদক দ্রব্যের বিরুদ্ধে প্রচার চালানোর পাশাপাশি যুবসমাজকে মাদকদ্রব্য ত্যাগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।