শম্পা পাল: ঘাটাল থানার সুলতানপুরে রাস্তায় পড়ে থাকা এক জখম উদবিড়ালের চিকিৎসার ব্যবস্থা করল বনদপ্তর। ৩১ আগস্ট রাতে পাঁশকুড়া-সুলতানপুর বাসটি সুলতানপুরের ভীমতলার সামনে একটি উদবিড়ালকে ধাক্কা মারলে উদবিড়ালটি জখম হয়ে পড়ে। স্থানীয় এক বাসিন্দা বিষয়টি ক্ষীরপাই ফাঁড়িতে জানান। পুলিশ বনদপ্তরকে খবর দিলে বনদপ্তরের কর্মীরা রাতেই উদবিড়ালটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ঘাটালের রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা বলেন, আমরা উদবিড়ালটির চিকিৎসা করে বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছি।