এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

শিক্ষকদের আর্থিক অনুদান ছাড়াই নন্দনপুরে ৪২ তম অঞ্চল ক্রীড়া,চ্যাম্পিয়ন উত্তর গোবিন্দনগর

Published on: November 22, 2019 । 8:29 PM

দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাথমিক বিদ্যালয় ও ওই গ্রাম পঞ্চায়েত এলাকার শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে আজ ২২ নভেম্বর সাহাপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হল ৪২ তম অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা।

ওই গ্রাম পঞ্চায়েত এলাকার চকবোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ক্রীড়া কমিটির অন্যতম সদস্য কার্তিক বেরা জানান,আজকের এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক। আজকের খেলায় ওই গ্রাম পঞ্চায়েত এলাকার ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি শিশু শিক্ষা কেন্দ্রের মোট ২৪৫জন প্রতিযোগী অংশ নেয়। এই গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর গোবিন্দনগর বুনিয়াদি বিদ্যালয়ের প্রতিযোগীরা সবচাইতে বেশি পুরস্কার পেয়ে ২০১৯ এর চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয়।

নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী দোলই এর তত্বাবধানে আজকের এই ৪২তম ক্রীড়া উৎসব সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়। প্রসঙ্গত উল্লেখ্য আজকের এই ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের থেকে প্রত্যক্ষভাবে কোনো আর্থিক সহায়তা নেওয়া হয়নি। গ্রাম পঞ্চায়েত ও নাড়াজোল ১ চক্রের আর্থিক সহায়তায় এই ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now