আকাশ দোলই, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পঞ্চম ও ষষ্ঠ সেমেস্টারে মিলে ভর্তির ফি ২০০০ টাকা। আর এই ফিস দিলে তবেই মিলবে দু’টি সেমেস্টারের মার্কশিট। কিন্তু কলেজ কর্তৃপক্ষের এই দাবি মানতে নারাজ ছাত্রছাত্রীরা। আজ ৬ সেপ্টেম্বর ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীরা এর প্রতিবাদে বিক্ষোভ দেখান এবং ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন। হলে ওই সড়কের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। পরে ঘাটাল থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে বলে জানা গিয়েছে।
ছাত্রছাত্রীদের অভিযোগ, পঞ্চম সেমিস্টারের ভর্তির জন্য কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাঁদের থেকে দু’হাজার ৭৫ টাকা নিয়ে নিয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় থেকে যেখানে বলে দেওয়া হয়েছে ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষার জন্য কোনও টাকা নেওয়া হবে না। সেখানে কলেজ কর্তৃপক্ষ কীভাবে সেমেস্টার ফিস ও অ্যাডমিশনের জন্য টাকা নিচ্ছে? ছাত্রছাত্রীরা জানিয়েছেন, কলেজ তো বন্ধ, ক্লাস হয়েছে অনলাইনে তাহলে কীসের ফিস? এমনই নানান প্রশ্ন তুলে ছাত্রছাত্রীরা আজ পথ অবরোধ করেন।
যদিও কলেজের প্রিন্সিপালের সাথে ছাত্রছাত্রীরা কথা বললে তিনি সাফ জানিয়ে দেন নির্ধারিত ফি জমা দিলে তবেই মার্কশিট দেওয়া হবে। অন্যথায় মার্কশিট দেওয়া হবে না।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর কলেজের পক্ষ থেকে একটি নোটিশ জারি করে বলা হয় পঞ্চম ও ষষ্ঠ সেমেস্টারের অ্যাডমিশন ফিস ও এক্সামিনেশন ফিস দিয়ে মার্কশিট নিতে হবে। দুটি সেমেস্টারে মিলে মোট এক হাজার টাকা দিতে হবে ছাত্রছাত্রীদের।