এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের ১৪০ দুঃস্থ পরিবারের শিশুদের পোশাক দান

Published on: October 4, 2019 । 10:21 PM

দেবাশিস কর্মকার: দুর্গাপুজোর  মুখে দুঃস্থ পরিবারের শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ আগের বারের মতো এবছরও বজায় রাখল ঘাটালের এসো পাল্টাই টিম। মহকুমার দুঃস্থ পরিবারের ছেলেমেয়েদের অনেক ক্ষেত্রেই অর্থনৈতিক কারণে দূর্গা পুজোয়  নতুন পোশাক কেনা হয় না. ঘাটাল বিদ্যাসাগর স্কুলের প্রাক্তন ছাত্রদের টিম এসো পাল্টাইয়ের  উদ্যোগে আগের বছর থেকে এই প্রয়াস নেওয়া হয়েছিল. এবছরও  মহাষষ্ঠীর  দিন তথা ৪ অক্টবর ঘাটাল বিদ্যাসাগর স্কুলে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহকুমার ১৪০ জন দুঃস্থ ছেলে মেয়েদের হাতে পোশাক তুলে দেওয়া হয়.  সেই সঙ্গে  তাদের মিষ্টি মুখ করান হয়. ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টরা। ওই টিমের সদস্যরা বলেন, আমরা সারা বছরই  বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সঙ্গে জড়িত থাকি। ঘাটাল মহকুমাবাসীদের সহযোগিতা আমাদের এগিয়ে চলার পাথেয়।

দেবাশিস কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও খবর/সমস্যার কথা আমাকে জানাতে পারেন। মো: 9002782999 / 9732738015 /9933066200 •ইমেল: [email protected]