এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটালের ঘোলসাইতে বিনাব্যায়ে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল

Published on: March 10, 2022 । 10:38 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের ঘোলসাইতে বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির হল l আজ ১০ মার্চ  ভারতীয় রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখা এবং গান্ধী মিশন ট্রাস্টের যৌথ উদ্যোগে  ওই শিবিরটি হয়l  ঘাটালের ঘোলসাই শহীদ ক্ষুদিরাম ইয়ং স্পোর্টিং ক্লাব ভবনে আয়োজিত ওই শিবিরে ৯২ জনের চক্ষু পরীক্ষা হয় বলে জানান রেডক্রসের ঘাটাল শাখার রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহরায়।ঘোলসাই ক্লাবের কর্মকর্তারা জানান, তাদের ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সময়  সমাজসেবামূলক কর্মসূচী নেওয়া হয়ে থাকে। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরটি তারই অঙ্গ বলে উল্লেখ করে ক্লাবের সদস্যরা। চক্ষু পরীক্ষা শিবিরে মানুষের স্বতস্ফুর্ত উৎসাহ ছিল চোখে পড়ার মত।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now