এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটাল মহকুমায় পবিত্র ইদুজ্জোহা পালিত হল

Published on: August 12, 2019 । 7:51 PM

ইমরান মল্লিক: আজ ১২ আগস্ট ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তে পবিত্র ইদুজ্জোহা পালিত হল। আজ সকালে

বিভিন্ন মসজিদে নামাজ পাঠ ও পরস্পরকে শুভেচ্ছা বিনিময় করা। আজ ঘাটাল শহরের জু্ম্মা মসজিদ কমিটির পক্ষ থেকে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘাটাল জুম্মা মসজিদ ঈদ উদযাপন কমিটির সভাপতি নেজামুদ্দিন খাঁন বলেন, এই পবিত্র দিনটি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন, পুরুষ ও মহিলা কাবাডি খেলা, শিশুদের প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকের ঘাটালের ওই জু্ম্মা মসজিদ কমিটির ওই অনুষ্ঠান সমস্ত সম্প্রদায়ের মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now