এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাম যুব-ছাত্র সংগঠনের ঐতিহ্য যাত্রা ঘিরে বাম-তৃণমূল তরজা

Published on: January 26, 2026 । 8:58 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: রক্ষণাবেক্ষণের অভাবে জমেছে আগাছা। দুবছর ধরে তালাবন্দি হয়ে পড়ে রয়েছে এই ফাঁসিডাঙ্গা উদ্যান। আজ ২৬ জানুয়ারি সোমবার ৭৭ তম প্রজাতন্ত্র দিবসের দিন এসএফআই-ডিওয়াইএফআই ঐতিহ্য যাত্রা করে বন্ধ থাকা ফাঁসিডাঙ্গা উদ্যানের বাইরে গেটের সামনে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানায় ফাঁসিডাঙ্গায় ইংরেজ শাসকের হাতে শহীদ হওয়া চুয়াড় বিদ্রোহের নায়কদের। ফাঁসির মঞ্চে ফুল মালা দিতে এসএফআই-ডিওয়াইএফআই নেতা কর্মীরা গেট,পাঁচিল টপকে ফাঁসিডাঙ্গা উদ্যানের ভিতরে প্রবেশ করেন। গেট বন্ধ থাকায় প্রবীণ বাম নেতারাও গেট টপকে ভিতরে প্রবেশ করেন। গেটের বাইরে ঐতিহ্য যাত্রার সভামঞ্চ করা হলেও পাঁচিল টপকে প্রবেশ করে ফাঁসিডাঙ্গা উদ্যানের ভিতরেই করা হয় ঐতিহ্য সভা।ভিতরে ফাঁসির মঞ্চে অর্ধনমিত অবস্থায় ছিল জাতীয় পতাকা।সেটি নামিয়ে তোলা হয় নতুন জাতীয় পতাকা।অবহেলায়,অরক্ষিত অবস্থায় পড়ে থাকা চন্দ্রকোণার এই ঐতিহাসিক স্থানটিতে শ্রদ্ধা জানাতে গিয়ে ক্ষোভ উগরে দেন বাম যুব-ছাত্র সংগঠনের নেতারা। বাম যুব সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি কৌশিক দে বলেন, আজ ২৬ জানুয়ারি ‘বিদ্যাসাগরের জন্মভিটা থেকে চন্দ্রকোণায় চুয়াড় বিদ্রোহের নায়কদের শ্রদ্ধা জানাতে প্রায় দুশো বাইকের র‍্যালি নিয়ে ঐতিহ্য যাত্রা করে আমরা গিয়েছিলাম ফাঁসিডাঙ্গায়। সেখানে গিয়ে দেখা যায় ওই দৃশ্য। তাদের অভিযোগ, প্রজাতন্ত্র দিবসের দিন দেশের জাতীয় পতাকার অবমাননা করেছে তৃণমূল ও তার প্রশাসন। ‘এদিকে’ বাম যুব-ছাত্র সংগঠনের কর্মসূচী নিয়ে তাদের কাছে কোনো খবর ছিলনা বলে জানিয়েছে চন্দ্রকোণা-২ ব্লক প্রশাসন ও স্থানীয় বসনছোড়া গ্রাম পঞ্চায়েত। বাম যুব-ছাত্র সংগঠনের ফাঁসিডাঙ্গা উদ্যানের ভিতরে দলীয় কর্মসূচী করা ও ঐতিহাসিক ফাঁসিরমঞ্চে দলের পতাকা লাগানোর ঘটনায় নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। চন্দ্রকোণা-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ছায়া দোলই বলেন,’ঐতিহাসিক স্থানে যেকেউ যেতে পারে তাতে বাধাবিপত্তির কিছু নেই আমাদের। কিন্তু একটি রাজনৈতিক দল তাদের কর্মসূচীর নামে ফাঁসিডাঙ্গার মতো ঐতিহাসিক ফাঁসিমঞ্চে তাদের দলের পতাকা টাঙাবে এটা কিছুতেই মেনে নেওয়া যায়না। এর তীব্র প্রতিবাদ জানাই আমরা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177