।।এ মন ফাগুন।। —ড. পুলক রায়
শীত পেরোতেই মন আকাশে গন্ধ ছড়ায় শিমুল পলাশ
ফাগুন এলো বলেই কি আজ রঙ ছড়ালো বসন্ত মাস
আমলকি বন খসছে পাতা বাতাস দোলায় আমের মুকুল
চিলেকোঠায় এক কোনে কেউ,বন্ধ এখন গার্লস ইস্কুল
অন্যরকম রোদ্দুরে আজ স্বপ্নগুলোও সমান্তরাল
ফেরার কোনো নেইকো তাড়া রাস্তা জুড়ে হোক হরতাল
দুষ্টু খোঁজার এ দিক ও দিক নেলপালিশে চনমনে চোখ
শিমুল বনের রোদ পতাকায় তপস্বীরাও অন্য যুবক
ছাদের কোলে কৃষ্ণচূড়া বাঁধছে ফ্রেমে বন্দী রাধা
সারাদিনের ডিউটি সেরেও রাত জাগে শ্রীবসন্তদা
শীত সন্ধ্যের আমন আলোয় লুকিয়ে তোমার হাতটি ছুঁতে
পলকজুঁইয়ের মিষ্টি ঘ্রাণে বাতাসে শিস ভাসলো রাতে
বাসন্তী ভোর ঘুমের ভেতর রঙীন ফুলের লিরিক এনে
ভাঁজহীন এই সহজ জীবন সত্যি কি আজ নাওনি চিনে
চুপশরীরে ফাগুন এ চোখ সবার হাতেই ঘুড়ির লাটাই
দুটো হাতের টিকিট মুঠোয় এক ঠিকানা- মোঘলসরাই
কোভিড বোধহয় দেশ ছেড়েছে মুখের ঢাকা নেইকো মুখে
সন্ধ্যেরা তাই আদর করে টোল গালে স্রোত আঁকছে সুখে
এখন চোখে কৃষ্ণচূড়া সত্যি যদি ভুল হয়ে যায়
ভুল গুলো সব পকেট ভরে বসন্ত দা- ই ঠিক করে দেয়
রঙ বেরঙের ফুলের খুশি বুর্জোয়া সব বন্ধুমহল
আগুন বেচে আগুন কিনে আড়চোখে আজ জানায় কুশল
এখন দু হাট দরজা খোলা যে কেউ আগুন রাখতে পারো
অসুখী চাঁদ পর্যটনে নিরুত্তাপেও ব্যস্ত বড়ো
ওখানে সব স্বজন থাকুক আমরা আছি পূর্বপাড়া
সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যে ও রাত লাগামছাড়া
কৃষ্ণচূড়া মন ছুঁয়েছে শরীরে রঙ আবির ঢালি
এর মনে ওর মন মিশিয়ে ডাকছে বাগান ফুলের মালি
ফাগুন এলেই এ মন ফাগুন ফাগুন এলেই পলাশ ডাকে
ফাগুন এলেই এ মন ফাগুন ঠিক খোঁজে শ্রীবসন্তদা কে
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন