এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইতে দিনময়ী দেবীর মূর্তি স্থাপন

Published on: December 7, 2025 । 3:16 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ক্ষীরপাইয়ের ভূমিকন্যা তথা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহধর্মিণী দিনময়ী দেবীর মূর্তি স্থাপন হলো। ক্ষীরপাই বিদ্যাসাগর মহাশয়ের শ্বশুরবাড়ি। আজ চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে দিনময়ী প্রাথমিক বিদ্যালয়ে মূর্তিটি স্থাপন করা হয়।
জানা যায়, ১৯৭৩ সালে বিষ্ণুপদ রায় ও বৈদ্যনাথ রায়ের উদ্যোগে ক্ষীরপাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে দিনময়ী প্রাথমিক বিদ্যালয়ের পথচলা শুরু হয়। স্কুলের প্রতিষ্ঠাতা বিষ্ণুপদ রায়ের স্মৃতির উদ্দেশ্যে দিনভর নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
ক্ষীরপাই শহর বিদ্যাসাগর মহাশয়ের শ্বশুরবাড়ি থাকায় বিদ্যাসাগর মহাশয় ক্ষীরপাইয়ে আসতেন। শ্রী শ্রী রামেশ্বরম শিব সীতারাম জিউ ট্রাস্টের উদ্যোগে আজকের এই বিভিন্ন সেবামূলক কর্মসূচিগুলি নেওয়া হয়েছে। ট্রাস্টের পক্ষ থেকে মনোজিৎ রায় জানান, প্রতি বছরই আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি। আগামী দিনেও আমাদের ট্রাস্টের উদ্যোগে এই ধরনের কর্মসূচি নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক বনমালী পাল, শান্তি পাহাড়ী, শিলা রায়, পলাশ সিংহ রায়, সুধাংশু কুণ্ডু প্রমুখ। বক্তারা তাঁদের আলোচনায় বলেন, দিনময়ী দেবী হোক ক্ষীরপাইয়ের পরিচয়। সারাদিনের এই স্বাস্থ্য শিবির ঘিরে এলাকায় যথেষ্ট উৎসাহ ছিল।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]