মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: শুধু রাজনীতি নয়, জনসাধারণের সেবা করার মধ্যে দিয়েও যে রাজনীতি করা যায়, তার প্রমাণ দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব। রাজনীতি মানেই কি শুধু হিংসা-বিদ্বষ, হানাহানি ? না একদমই তা নয়, বরং ঠিক যে কারণে মানুষ রাজনীতিতে আসে অর্থাৎ জনগণের সমস্যা গুলি সমাধান করার লক্ষ্য নিয়ে। জনসম্মুখে এবার জলজ্যান্ত উদাহরণ হয়ে দাঁড়ালেন দেব। অভিনয়ের পাশাপাশি দক্ষ জনদরদী নেতাও হয়ে উঠেছেন তিনি ইতিমধ্যেই।
ঘাটাল ব্লকের মনশুকা এলাকা সবথেকে বেশি বন্যা প্লাবিত হয়েছে এবারের ঘাটালের বন্যা পরিস্থিতিতে। বন্যা প্লাবিত হওয়ার ফলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতিও অন্যান্য এলাকার তুলনায় একটু বেশি। সাংসদ দেব এবার মনশুকার গঙ্গাপ্রসাদে ঝুমি নদীর তীরবর্তী এলাকার সেই সমস্ত বন্যা প্লাবিত মানুষদের পাশে দাঁড়ালেন। অবাক করা ব্যাপার শুধু দেব নয়, দেবের পুরো পরিবার ওই সমস্ত মানুষদের জন্য ত্রাণ পাঠিয়েছেন। সেই ত্রাণ আজ ৯ জুলাই শুক্রবার তুলে দেওয়া হল ওই সমস্ত পরিবারের হাতে। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, তৃণমূল যুব কংগ্রেসের নেতা সুদীপ মণ্ডল, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম ভাই ও তৃণমূল যুব কংগ্রেসের সদস্য অনির্বাণ সেই ত্রাণ দুঃস্থ মানুষদের হাতে তুলে দেন। সুদীপবাবু বলেন, প্রায় ২৫০ টি পরিবারের হাতে আমরা ত্রাণ হিসেবে শুকনো খাবার তুলে দিই। আমাদের প্রত্যেকের তরফ থেকে এবং এলাকাবাসীর পক্ষ দেবকে অশেষ কৃতজ্ঞতা জানাই। এলাকাবাসী এই ত্রাণ পেয়ে খুব খুশি হয়েছেন।
প্রসঙ্গত সাংসদ দেব এর আগে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শণে এসেছিলেন। তিনি আশ্বাস দিয়েছিলেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। আর সেই কারণেই এই উদ্যোগ বলে মনে করছেন অনেকেই।