এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

পরিচারিকা ও অভাবী দুঃস্থ মহিলাদের অর্থ সাহায্য করল দাসপুরের কৃষ্টি সংসদ ক্লাব

Published on: April 20, 2020 । 8:32 PM

তৃপ্তি পাল কর্মকার: গৃহপরিচারিকা ও আদিবাসী দুঃস্থ মহিলাদের হাতে পাঁচশো টাকা ও একটি করে মাস্ক তুলে দিচ্ছে দাসপুরের কৃষ্টি সংসদ ক্লাব। আজ ২০ মার্চ ছাব্বিশ জনকে সাহায্য দেওয়া হল, দ্বিতীয় পর্যায়ে বাকি চৌত্রিশ জনকে দেওয়া হবে বলে ক্লাবসূত্রে জানা গিয়েছে। এই লকডাউনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য গরীব মেয়েদের হাতে টাকা নেই। কেউ কেউ টাকার অভাবে বাচ্চার খাবার কিনতে পারছেন না, কেউ পাচ্ছেন না ওষুধ। তাই নগদ অর্থ দিয়ে এই সংকটের সময় দুঃস্থ মেয়েদের পাশে দাঁড়ানো হচ্ছে বলে জানিয়েছেন কৃষ্টি সংসদ ক্লাবের সদস্য সুদীপ শাসমল। কৃষ্টি সংসদের এই উদ্যোগের পাশে ছিলেন দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল, দাসপুর -১ ব্লকের বিডিও বিকাশ নস্কর, দাসপুর গ্রামীন হাসপাতালের বিএম ও এইচ সুদীপ ঘোড়ই।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now