দাসপুরে সিএসপি চুরির ঘটনায় চাঞ্চল্য

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানার রামপুর এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসপি (গ্ৰাহক পরিষেবা কেন্দ্র) চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা মদন মাইতি সিএসপি পরিচালনার দায়িত্বে ছিলেন। আজ ১৮ জুলাই রবিবার সকালে মদন মাইতির স্ত্রী শ্যামলী মাইতি দোকান খুলতেই দেখতে পান কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এরপর তিনি ব্যাঙ্ক পরিচালনার দায়িত্বে থাকা তাঁর স্বামীকে খবর দেন। তিনি এসে দেখেন, বাইরে জানালার রড কেটে সম্ভবত গতকাল রাতেই দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। ড্রয়ার ভেঙ্গে প্রায়  ছ’হাজার টাকা চুরি করেছে বলে জানান মদনবাবু। তিনি জানান প্রায়  দু’হাজার গ্রাহক ওই সিএসপি থেকে টাকা লেনদেন করেন। দুষ্কৃতীরা মোটা অঙ্কের টাকা পাওয়ার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটিয়েছে বলে অনুমান করা হচ্ছে। দাসপুর থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । চুরির ঘটনা শুনে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক গৌরা শাখার ম্যানেজার সুব্রতকুমার সিনহা ঘটনাস্থলে যান।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/