তৃপ্তি পাল কর্মকার: বাংলার হারিয়ে যাওয়া রান্নার অন্যতম একটি রান্না হল ডাব চিংড়ি রেসিপি। খুব যত্ন এবং ধৈর্য নিয়ে রান্নাটি করতে হয়। এই ডাব চিংড়ি রান্না করে চমকে দিতে পারেন বাড়ির লোকজনকে। লিঙ্কে ক্লিক করে দেখে নিন ডাবচিংড়ি রেসিপি। আর বাড়িতে রান্না করবেন অবশ্যই।
ডাবচিংড়ি বাংলার একটি হারিয়ে যাওয়া রান্না: বানাতে পারেন আপনিও










