নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সংবাদ, ঘাটাল: কারও প্রার্থী পছন্দ নয়, কেউ আবার পঞ্চায়েত নির্বাচনে টিকিট পায়নি, তাই শাসক বিজেপির ঘর ভাঙলো। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
বৃহস্পতিবার সিপিএম এ যোগদান করলো শতাধিক তৃণমূল-বিজেপি কর্মী সমর্থক। ঘটনা দাসপুর-১ ব্লকের। দাসপুর-১ ব্লকের সিপিএমের দলীয় কার্যালয় থেকে দলবদলকারী নেতাদের হাতে সিপিএমের দলীয় পতাকা তুলে দেন সিপিএম নেতা এবং দাসপুরের প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারী।
পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই বামেদের পরিবারে বাড়ছে সদস্য সংখ্যা, আজ আবারও দাসপুরে তৃণমূল ও বিজেপি ছেড়ে শতাধিক কর্মী সিপিআইএম এ যোগদান করলো। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কৌশিক কুলভি।