সোমেশ চক্রবর্তী: সকলের নিকট আমার একটি বিশেষ আবেদন করোনা নামক মহামারীর হাত থেকে বাঁচতে ও মুক্তি পাওয়ার জন্য আমাদের নিজেদের সতর্ক ও সাবধান হতে হবে। সাবধানতা মেনে চলতে হবে বাচ্চা থেকে বয়স্ক সকলকেই। যদিও বা এই মহামারীর প্রতিষেধক ভ্যাকসিন বেরিয়েছে কি এখনও তার সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়নি। যেহেতু আমাদের রাজ্য সরকারের তরফে সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়েছে আসুন আমরা সবাই সেই বার্তাগুলি মেনে চলার চেষ্টা করি। সরকার কর্তৃক প্রেরিত বার্তাগুলি হল (১) মাস্ক পরিধান বাধ্যতামূলক। তাই সকলেই আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোবো না। (২) ভিড় এড়িয়ে যেতে চেষ্টা করব। কারণ জীবন আগে তারপর অন্যকিছু। (৩) একে অপরের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।(৪) নিজের সময় এলে অবশ্যই ভ্যাকসিন নেবেন।
যারা এইসব বিষয়গুলি এড়িয়ে যাবেন অথবা উপহাস করবেন তারা মোটেও সরকারি নির্দেশিকা মানছেন না বা বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন সেটা পরিষ্কার। আপনার অবহেলা বা গুরুত্বহীন আচরণ সমাজে অপর একজনের এবং তার পরিবারের বিপদ ডেকে আনতে পারে। আপনি যদি মনে করেন যে এই অতিমারী আপনাকে কোনোদিনই আক্রমণ করবে না, সেটা সম্পূর্ণ ভুল ভাবনা। কারণ রোগ কখনও ধনী-গরিব, উঁচু-নীচু, বয়স,সময়, সেলিব্রিটি মানে না। প্রতিদিনের গণমাধ্যমে চোখ রাখলেই আমরা তার নজির দেখতে পাব। আমাদের মধ্যে সাবধানতা,সচেতনতা গড়ে উঠলে সরকারকে হয়তো আর লকডাউনের মতো কঠোর সিদ্ধান্ত নিতে হবে না। জীবন আগে নাকি ভোটাধিকার , রাজনৈতিক জনসভা, বিভিন্ন সভা সমিতি আগে। দ্বিতীয়বার করোনা শুরু হয়ে গিয়েছে ভারতে তথা বাংলায়। এখনও বহু মানুষের মধ্যে এ নিয়ে সচেতনতা গড়ে ওঠেনি।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন