তৃপ্তি পাল কর্মকার:শনিবার (১ আগস্ট ২০২০) ও রবিবারের (২আগস্ট ২০২০) জন্য ঘাটাল শহরের বর্তমান কন্টেইনমেন্ট জোনগুলিকে সাময়িক ভাবে তুলে দেওয়া হলেও সোমবার থেকে ফের শুরু হতে পারে। বর্তমানে শহরের যে এলাকাগুলিকে কন্টেইনমেন্ট জোন করা হয়েছিল সেগুলি তো থাকছেই আবার নতুন করে এলাকা বাড়ানো হতে পারে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘাটাল মহকুমা প্রশাসন এবং থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই মুহুর্তে ঘাটালের মূল শহর এলাকাতেই ২০টির মতো করোনা সংক্রমিত রোগী রয়েছেন। প্রত্যেক দিন ঘাটাল শহরের নতুন নতুন করে মানুষজন করোনাতে আক্রান্ত হচ্ছেন। এর জন্য প্রশাসন উদ্বিগ্ন। তাই ঘাটাল শহরের কন্টেইনমেন্ট জোনগুলিকে বহাল রাখার জন্য জেলা প্রশাসনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। আজ ৩১ জুলাই রাতেই সেই প্রস্তাব অনুমোদন হয়ে আসার কথা ছিল। কিন্তু কোনও কারণে তা আসেনি। তাই প্রশাসন অনুমান করছে, এখান থেকে পাঠানো কন্টেইনমেন্ট জোনের প্রস্তাবগুলি আগামী কাল শনিবার বা রবিবার জেলা থেকে কন্টেইনমেন্ট জোনের প্রস্তাবটি অনুমোদিত হয়ে চলে আসবে। সোমবার থেকে ফের কন্টেইনমেন্ট জোনগুলি আগের মতো করেই বলবৎ করে দেওয়া হবে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।