ঘাটালজুড়ে সিভিক ও ভিলেজ পুলিশদের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গ্রামের সাধারণ সমস্যা থেকে করোনার মতো মহামারী পরিস্থিতিতে সিভিকদের অক্লান্ত পরিশ্রম নজরে এসেছে গ্রামের প্রত্যেকটি মানুষের। কাজ করার ব্যপ্তি বাড়ার সাথে অনেকক্ষেত্রেই রাজনৈতিক ব্যক্তি থেকে সাধারণ গ্রামবাসীর আক্রোশের শিকারও হয়েছেন তাঁরা। কিন্তু এই করোনা পরিস্থিতে দাসপুরের শিক্ষক সিভিকদের কুর্নিশ জানাতে দ্বিধা করেননি।
আজ মঙ্গলবার দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার সিভিকদের সম্মান জ্ঞাপন করলেন দাসপুরের যদুপুরের বাসিন্দা পেশায় প্রাথমিক শিক্ষক পুলক আদক। আজ তিনি একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার সিভিক ও ভিলেজ পুলিশের হাতে ফুলের তোড়া তুলে দিলেন,সাথে হাতে ধরিয়ে দিলেন করোনা রোধের রক্ষা কবজ মাস্ক ও স্যানিটাইজার সাথে জলের বোতল।
পুলকবাবু বলেন,আয়োজন সামান্য,আমার প্রচার নয়,উদ্দেশ্য আমার গ্রামের এই সিভিকভাইদের এই কাজে একটু উদ্বুদ্ধ করা। দাসপুরে করোনার সংক্রমণ লাগাতার বেড়েই চলেছে,তারই মাঝে এই ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের কাজে অবিচল। কুর্নিশ ওদের মন ও মানসিকতাকে। পুলকবাবুর এই উদ্যোগে মোহিত রাজনগরের ভিলেজ পুলিশ সুশান্ত কপাট।