ঋণমুকুবের দাবিতে চন্দ্রকোণায় সমবায়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

বিকাশ আদক,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: রবিচাষের জন্য নেওয়া ঋণ মকুবের দাবিতে আজ ৯ ডিসেম্বর সমবায় সমিতিতে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন কৃষকরা। চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর-১ এবং ভগবন্তপুর-২ গ্রামপঞ্চায়েতের আটটি গ্রামের কৃষকরা ‘কল্লা-খুড়শী-শীর্ষা-ধর্মপোতা সমবায়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। কৃষকেরা বলেন, জাওয়াদ ঘূর্ণিঝড়ের জেরে প্রবল নিম্নচাপের ফলে এই এলাকায়প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে কৃষকদের ধান, আলু ও বিভিন্ন সবজি চাষ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। বেশ কিছু জমিতে এখনও বৃষ্টির জল দাঁড়িয়ে আছে। পরবর্তীকালে আর চাষ করা আদৌও সম্ভব নয়। চাষিদের প্রশ্ন, হাজার হাজার টাকা লোন নিয়ে যে আলু চাষ করেছিল সেই আলুই যদি সব নষ্ট হয়ে যায়, তাহলে ঋণ পরিশোধ করবে কীভাবে? যাতে সেই ঋণ মুকুব করা হয় সেই দাবিতে আজ সমবায় ব্যাঙ্কে চাবিতালা দিয়ে বিক্ষোভ দেখান কৃষকরা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।