অরণ্য সপ্তাহে ব্যাঙ্ক অফ বরোদা’র ঘাটাল শাখা’র সঙ্গে যৌথ উদ্যোগে ভেষজ উদ্যানের সূচনা ঘাটাল বি. এড কলেজে

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: অরণ্য সপ্তাহ’র শেষ দিনে ২০ জুলাই  ব্যাঙ্ক অফ বরোদা ঘাটাল শাখা ও ঘাটাল কলেজ অফ এডুকেশন পরিচালিত “গ্রিন ক্লাব”এর যৌথ উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হল অরণ্য সপ্তাহ উদযাপন ও বৃক্ষ রোপণ উৎসব। ঘাটাল কলেজ অফ এডুকেশন ক্যাম্পাসে এইদিন একটি আমলকি ফলের চারাগাছ রোপণ করে ভেষজ উদ্যানের শুভ সূচনা করেন ব্যাঙ্ক অফ বরোদা ঘাটাল শাখার ম্যানেজার নীলাঞ্জন গঙ্গোপাধ্যায়। কলেজের কর্ণধার অধ্যাপক প্রবীর মাইতি জানান, প্রতি বছর আমরা কলেজের শিক্ষার্থী, অধ্যাপক, শিক্ষাকর্মীসহ সকলকে নিয়ে  বিশ্ব পরিবেশ দিবস এবং অরণ্য সপ্তাহ পালন করি। এবছর পূর্বের ঘোষণা অনুযায়ী একটি ভেষজ উদ্যান তৈরির পরিকল্পনা বাস্তবায়িত করলাম। আজ আমলকি, মরিচ, এলাচ, ঘৃতকুমারী, পুদিনাসহ একাধিক ওষুধি গাছের চারা রোপণ করলাম। আগামীদিনে আরও বিভিন্ন প্রজাতির চারা রোপণ করে উদ্যানটি শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ করে তুলব। কারণ এই সমস্ত গাছের গুনাগুণ এবং প্রয়োজনীয়তা জানা সকল শিক্ষার্থীদের কাছে খুবই জরুরি।

ব্যাংকের ম্যানেজারও ওষুধি গাছ, সবুজের বৃদ্ধি, জল সংরক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী, অধ্যাপক, শিক্ষকর্মী সকলেই ওষুধি এবং আম, জাম, লেবু, লিচুসহ বিভিন্ন প্রজাতির ফলের চারা রোপণ করেন। সকলের হাতে একটি করে ফলের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

প্রবীরবাবু ঘাটালবাসীর কাছে আবেদন জানিয়েছেন, কারুর বাড়ি বা বাগানে ওষুধি জাতীয় যেকোনও ধরণের গাছ থাকলে যোগাযোগ করতে। তিনি তাঁর কলেজে রোপণ এবং সংরক্ষণ করবেন। এদিন অনুষ্ঠানটি ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!