নিজস্ব সংবাদদাতা: গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা,রাস্তার মাঝের কালভার্ট নির্মীয়মান অবস্থায়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। গ্রামবাসীদের অভিযোগ, ইঞ্জিনিয়ার ছাড়া ১০০ দিনের কাজের শ্রমিকদের দ্বারা এই কালভার্ট নির্মাণের কাজ চলছিল। আজ মঙ্গলবার দুপুরে এই কালভার্ট ভেঙে পড়ার পরও টনক নড়েনি কর্তৃপক্ষের,কাজ চলেই যাচ্ছে। এমন দৃশ্যে হতবাক সারা বাংলা। ঘটনা দাসপুর থানার নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নিশ্চিন্তিপুর গ্রামের। গ্রামের নিশ্চিন্তপুর পুল থেকে নিশ্চিন্তপুর ঢেউভাঙ্গা যাবার যে রাস্তা সেই রাস্তার মাঝেই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে কাজের বোর্ড পড়েছে। বোর্ডে লেখা নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ব্যয়ে অজয় ভৌমিকের বাড়ির নিকট এই সুইস কালভার্ট নির্মাণ চলছে। এত লক্ষ টাকার কাজ, এমন একটা কালভার্টের ভিত থেকে রডের বহর দেখে গ্রামবাসীরা আগেই প্রতিবাদ করেছিলেন। অভিযোগ,পাত্তা দেয়নি স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান। অগত্যা যা হবার তাই হল, মঙ্গলবারের দুপুরেই অমঙ্গল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট। দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আশিস হদাইত জানান, যব কার্ডের অধীন এমন নির্মাণ কাজ হওয়ার কথা নয়। ইঞ্জিনিয়ার এর প্ল্যান মাফিকই কাজ হবার কথা। এমন ঘটনায় তিনিও হতচকিত। সমস্ত বিষয়টি তিনি অবশ্য খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে আজকের এই কালভার্ট ভেঙে পড়ার বিষয়ে সরব হয়েছেন এলাকার সিপিএম এবং বিজেপি নেতানেত্রীরা।