এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

শতাব্দী প্রাচীন বটগাছের ডাল ভেঙে স্কুল,বাড়ি,চাষের ক্ষতি জগন্নাথবাটীতে

Published on: August 20, 2020 । 7:20 PM

সুব্রত মাউর:শতাব্দী প্রাচীন বট গাছের ডাল ভেঙে পড়ল স্কুল ও বসতবাড়ির উপর।ক্ষতিগ্রস্ত স্কুল ও বসতবাড়ি। ঘটনা জেলার দাসপুর ১ ব্লকের সড়বেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েত এলাকার জগন্নাথবাটী গ্রামের৷

স্থানীয়দের থেকে জানা গেছে বৃহস্পতিবার সকালে হঠাৎই গ্রামের বটতলার বড়গাছের একটি ডাল ভেঙে পড়লে ক্ষতিগ্রস্ত হয় জগন্নাথ বাটি ঋষি অরবিন্দ শিশু শিক্ষা নিকেতনের কিছু অংশ,স্থানীয় এক ব্যক্তির বসত বাড়ি এবং ডালটির কিছু অংশ ধানজমিতে পড়ে ধানেরও ক্ষতি হয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭