এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

মেধাবী দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করল যশোড়া মানব বিকাশ কেন্দ্র

Published on: March 10, 2024 । 11:04 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিগত দশ বছরের মতো এবছরও মেধাবী সম্ভাবনাময় অথচ আর্থিক [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাঠ্যবই দিয়ে সহযোগিতা করল যশোড়া বিদ্যাসাগর মানব বিকাশ কেন্দ্র। ৮ মার্চ পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দিরে মহকুমার ২২টি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ৩০ জন ছাত্র-ছাত্রীদের হাতে তাদের পছন্দমত বইগুলি তুলে দেওয়া হয়। ওই সংস্থার সভাপতি ড. শচীনন্দন সাউ জানান ছাত্রছাত্রীরা বইগুলি পেয়ে খুবই খুশি ও উপকৃত হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে কোনও দরিদ্র পড়ুয়া যদি পাঠ্যবই পেতে ইচ্ছুক থাকে তবে একাদশ শ্রেণির ক্ষেত্রে দশম শ্রেণির টেস্ট পরীক্ষার পর এবং দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরুর আগে সংস্থার কাছে আবেদন করে যোগাযোগ করতে হবে। যেকোনও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা শিক্ষার্থী নিজে ওই সংস্থার সম্পাদকে উদ্দেশ্য করে আবেদন করে যোগাযোগ করতে পারে। অথবা ৯৪৭৪৪০৫৬৭৫ নাম্বারে হোয়াটস অ্যাপ করতে পারেন।প্রসঙ্গত, ওই বইগুলি প্রদানের দায়িত্বে ছিলেন ওই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তাপসকুমার মাইতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপকুমার মাইতি, মানব বিকাশ সংস্থার কার্যকরী কমিটির সদস্য সুশান্ত ধাড়া, শান্তনু পাত্র প্রমুখ। বই প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সদানন্দ সামন্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিখিলেশ ঘোষ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now