ক্লাবের উদ্যোগে হল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং থ্যালাসেমিয়া নির্ণয়

রাজদ্বীপ রায়ঃ দাসপুরে এক ক্লাবের উদ্যোগে হল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং থ্যালাসেমিয়া নির্ণয়। স্বেচ্ছায় রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হল চারা গাছ। আজ ২৮ ফেব্রুয়ারি দাসপুর ১ ব্লকের যদুপুর গ্রামের যদুপুর যুব সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং থ্যালাসেমিয়া নির্ণয় শিবির হয়।

ক্লাবের পক্ষে পুলক আদক জানান আজ স্বেচ্ছায় মোট ৪৩ জন রক্তদাতা তাঁদের রক্ত দান করেছেন। রক্তদাতাদের মধ্যে ৪ জন মহিলাও ছিলেন। পুলকবাবু আরও জানান তাঁদের ক্লাব ৫০ তম বর্ষে পদার্পণ করল। সেই উদ্দেশ্যে সপ্তাহ ধরে চলবে নানান সাংস্কৃতিক ও সমাজসেবামূলক অনুষ্ঠান।

ক্লাবের তরফে জানানো হয় আজ স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি একটি থ্যালাসেমিয়া নির্ণয় শিবিরও হয়েছে। ক্লাবের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরাও।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।