এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে তৃণমূল সংগঠনের শিক্ষক সম্মেলন ও রক্তদান শিবির

Published on: July 17, 2022 । 11:41 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মরণে এবং ১০ ম বার্ষিক সম্মেলন উপলক্ষে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক [মন্দিরা মাজির ফেসবুক👉 https://www.facebook.com/mandira.maji.7140] শিক্ষক সমিতির নাড়াজোল-২ চক্রের উদ্যোগে শিক্ষক সম্মেলন ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দাসপুর-১ ব্লকের ধানখালে ধান্যখাল স্বামী সত্যানন্দ বিদ্যামন্দিরে আজ রবিবার সেই সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষকদের নানান অঙ্গীকারের পাশাপাশি একটি রক্তদান শিবিরও করা হয়েছিল এই সম্মেলনে। জানা যাচ্ছে, এই রক্তদান শিবিরে একজন মহিলা সহ মোট ৪১ জন রক্তদান করেছেন। এলাকার মানুষজন ও শিক্ষকেরা রক্তদান করেছেন এই শিবিরে। প্রত্যন্ত গ্ৰাম এলাকায় এই শিক্ষক সম্মেলন ও রক্তদান শিবির ঘিরে এলাকার মানুষের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নাড়াজোল-২ চক্রের সভাপতি শ্যামসুন্দর দোলই বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৪ ডিসেম্বর ‘বিদ্যাসাগর’ উপাধি পেয়েছিলেন। তাই সেই দিনটিকেই শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই দিনটির স্মরণে আজ বার্ষিক শিক্ষক সম্মেলন করা হয়েছিল। শিক্ষক-শিক্ষিকাদের পছন্দমতো ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলায় প্রাধান্য দেওয়া, প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে শ্রেণি সংখ্যার সমান সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা, নাবালিকা বিয়ে সংক্রান্ত বিষয়ে স্কুলগুলির বিবেচনা করা এমন একাধিক দাবির কথা জানানো হয় আজকের সম্মেলনে।

আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়া, দাসপুর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার পাত্র, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ দিকপতি সহ অন্যান্য অতিথিরা।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now