মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: করোনা সংক্রমণের জেরে সারা ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালের ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। বলা যেতে প্রায় রক্তশূন্য অবস্থায় রয়েছে ব্লাড ব্যাঙ্কগুলি। এই রকম পরিস্থিতিতে রক্তের অভাবে মারাও যাচ্ছেন অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো অনেক জায়গায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ জুন এমনই এক রক্তদান শিবিরের আয়োজন করল দাসপুর-১ ব্লকের দামোদরপুর গ্রামের দেশবন্ধু প্রগতি সংঘ। ক্লাবের সম্পাদক সুকুমার পাল বলেন, দামোদরপুর গ্রামের এক যুবক …। তাঁর স্মৃতির উদ্দেশ্যে আমরা আজ রক্তদান শিবির করেছি। তার সাথে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে রক্তের চাহিদা পূরণে কিছুটা সহযোগিতা করার জন্যই আমাদের আজকের এই উদ্যোগ। তিনি জানান, মাস্ক,স্যানিটাইজার ব্যবহার করে সম্পূর্ণ করোনা বিধি মেনেই তাঁরা শিবিরটি করেছিলেন। আজকে ৯ জন মহিলা সহ মোট ৬৬ জন রক্তদান করেছেন। ক্লাবের সভাপতি আশিস মন্ডল সহ অন্যান্য সদস্যরা জানিয়েছেন, গ্ৰামের মানুষজন আমাদের এই ধরনের উদ্যোগে খুবই খুশি। সবার সহযোগিতায় আজকের কাজটি খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে। ভবিষ্যতে আরও এই ধরনের কাজ করতে পারব আশা রাখছি।