এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে রক্তদান শিবির

Published on: February 22, 2023 । 3:39 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বুধবার ২২ ফেব্রুয়ারি-২০২৩ দাসপুর থানার খাটবাড়ই হাজি মহম্মদ মহসীন ক্লাবের উদ্ধ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে মোট ৭৪জন রক্তদান করেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ আরও অনেক যুবক-যুবতী রক্ত দেওয়ার জন্য শিবিরে এসেছিলেন কিন্তু রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাঙ্কের পর্যাপ্ত কিট না থাকার জন্য তাদের ফিরে যেতে হয়েছে। প্রসঙ্গত, ওই ক্লাব শুধু রক্তদানই নয়, সারা বছর এলাকা জুড়ে নানা রকম সমাজ সেবামূলক কাজ করে থাকে। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now