এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পরিযায়ী শ্রমিক ফেরানো সহ একাধিক ইস্যুতে ঘাটাল জুড়ে বিজেপির ধর্না,শাসক দলের মন্তব্য

Published on: May 5, 2020 । 6:29 PM

দেশজুড়ে লকডাউন তারই মাঝে ঘাটালের বিভিন্ন ব্লকে ব্লকে থালা বাটি হাতে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ব্লক অফিসের প্রবেশদ্বার ঘিরে ধর্নায়। মঙ্গলবারের সকাল থেকে ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ১ ও ২,ক্ষীরপাই,ঘাটাল বা দাসপুর ১ ও ২ ব্লকের চিত্রটা ছিল এমনই।

ব্লক অফিসের সামনে জমায়েত করে বসে মুখ মাস্ক ঢেকে নীরব প্রতিবাদ – পোস্টার আর থালা বাটি বাজিয়ে। কেন বা কীসের বিরুদ্ধে এই প্রতিবাদ? বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির নেতারা তা জানালেও  বিজেপির এই প্রতিবাদে গর্জে উঠেছেন শাসক দলের নেতা নেতৃরা। জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত সহ,দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সদস্যরা জানালেন…

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now