মনসারাম কর,’স্থানীয় সংবাদ’,ঘাটাল: ঘাটাল ব্লকের ইড়পালার এক পার্কে রাজনৈতিক সভা ও ত্রাণ বিতরণ করা হল ঘাটাল বিজেপির পক্ষ থেকে। দলীয়ভাবে বিজেপির পক্ষ থেকে আজ ২ সেপ্টেম্বর ওই এলাকার প্রায় ৩০০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রিপল ও শুকনো খাবার। কিছু পরিবারকে দেওয়া হয় জামা-কাপড়। কর্মীদের মনোবল চাঙ্গা করতে সভা থেকে তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। সভা থেকে দুয়ারে সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পকে ভিক্ষা বলে তোপ দাগেন ঘাটাল বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী তনুশ্রী সাঁতরা। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে বলেন, ঘাটাল তল্লাটের মধ্যে এক সময় ইড়পালা থেকেই তাদের শক্ত সংগঠন তৈরি হয়েছিল। তার ফলস্বরূপ আজ যে পার্কে এই সভা হচ্ছে সেই সময় পার্ক ভেঙে দেওয়া হয়েছিল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। তবে ইড়পালা এলাকার তখনকার সময়ে শিরোনামে থাকা বিজেপি নেতা অসিত মান্নাকে আজকের এই মঞ্চে দেখা যায়নি। আজকের সভায় উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট,বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস প্রমুখ।