এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিজেপির পাল্লা ক্রমশ ভারী হচ্ছে দাসপুর-২ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে

Published on: August 2, 2019 । 8:35 PM

রবীন্দ্র কর্মকার: প্রায় দুশোর বেশি কর্মী সমর্থকদের নিয়ে খানজাপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপি। আজ ২ আগস্ট ওই গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রাম থেকে বিজেপির একটি মিছিল গিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে গণ ডেপুটেশন দেয়।

বিজেপি নেতা তথা ওই গ্রাম পঞ্চায়েতের শক্তি কেন্দ্র প্রমুখ অশোক বাইরি এবং গোপালপুর গ্রামের বিজেপি নেতা তাপস সামন্ত বলেন, আমরা বেশ কয়েক দফা দাবি ও অভিযোগ নিয়ে প্রধানের কাছে স্মারকলিপি জমা দিই। এব্যাপারে গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক কর্মকার বলেন, একটি স্মারকলিপি পেয়েছি। এর বেশি কিছু মন্তব্য করব না।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177