বীরসিংহ থেকে কলকাতা অঙ্গীকার যাত্রা শুরু হল

জগদীশ মণ্ডল অধিকারী: ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ থেকে অঙ্গীকার যাত্রা শুরু করল এসইউসি’র ছাত্র সংগঠন এআইডিএসও। মঙ্গলবার বিকেলে  বীরিসংহে বিদ্যাসাগর ও ভগবতীদেবীর মূর্তিতে মাল্যদান ও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অঙ্গীকার যাত্রা শুরু করা হয়।  ছাত্রছাত্রী ছাড়াও  বাঁকুড়া,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক শ’ মানুষ  অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ করেন। সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা   সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ওই অঙ্গীকার যাত্রাটি কখনও হেঁটে, কখনও বাসে কোথায় বা ট্রেনের করে ৭ ফেব্রুয়ারি কলকাতার কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির পাদদেশ পর্যন্ত যাবে।   ভারতবর্ষের নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মবর্ষে আমরা পদার্পন করেছি। ভারতবর্ষের মাটিতে প্রথম ধর্মনিরপেক্ষ, বিজ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক শিক্ষা ও সমাজ চিন্তার বলিষ্ঠ ও সুস্পষ্ট প্রকাশ ঘটেছিল তাঁর মধ্য দিয়ে। দেশবাসীর আধুনিক মনন গড়ে তোলার লক্ষ্যে তিনি বিজ্ঞানভিত্তিক, ধর্মনিরপেক্ষ শিক্ষা বিস্তারের ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। নারীজাতির প্রতি অগাধ সহমর্মিতা বোধ থেকেই তাঁর সমাজ সংস্কার ও নারী শিক্ষার প্রয়াস। তাঁর চিন্তা ও মহৎ সংগ্রামকে যথার্থ শ্রদ্ধা জানানো এবং তাঁর চিন্তার জীবন্ত অনুশীলনের ঊদ্দেশ্যে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মনুষ্যত্ব রক্ষার আহ্বান জানিয়ে এই অঙ্গীকার যাত্রার আয়োজন করা হয়। ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় অঙ্গীকার যাত্রাটি খড়ার শহরে রাত্রি যাপন করে। আজ বুধবার সকালে খড়ার থেকে হুগলি জেলা হয়ে কলকাতার দিকে যাত্রা শুরু করেছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!