মেরামতের কয়েক মাসের মধ্যেই ফের বেহাল ঢলগোড়া-বালিডাঙ্গা পিচ রাস্তা

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: দীর্ঘ কয়েকবছর বেহাল অবস্থা থাকার পর গত বছর ১৩ অক্টোবর পথশ্রী প্রকল্পের আওতায়  ফিতা কেটে রাস্তা মেরামতের প্রস্তুতি নেওয়া হয়েছিল। মেরামতের কাজ শুরু হয়েছিল ৩ নভেম্বর ২০২০। ঢলগড়া থেকে বালিডাঙ্গা পর্যন্ত প্রায় ৫ কিমি রাস্তা মেরামত করতে সময় লেগেছিল আরও কয়েকমাস। মেরামতের কাজ শেষ হওয়ার মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের বেহাল এই পিচ রাস্তা। কয়েক মাসের মধ্যেই ৫ কিমি রাস্তার বিভিন্ন জায়গায় খানাখন্দ তৈরি হওয়ায় মেরামতের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। প্রসঙ্গত, গত বছর রাস্তাটি মেরামতের জন্য অনুমোদন হয়েছিল ২ কোটি ৩০ লক্ষ ৮৪ হাজার ৩০০ টাকা। নিয়ম অনুযায়ী রাস্তা মেরামতের পরেও ৫ বছর পর্যন্ত তার দেখাভাল করার দায়িত্ব মেরামতের বরাত পাওয়া কন্ট্রাকটরের। কিন্তু মেরামতের কয়েক মাসের মধ্যেই রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়া ও রাস্তার উপর তৈরি হওয়া খানাখন্দ গুলির পুনরায় মেরামতের কোনও  উদ্যোগ না দেখে ক্ষোভ বাড়ছে পথযাত্রীদের। এই নিয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মন্টু বাইরি বলেন, বন্যাজনিত কারণে ঘাটালের অনেক রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে , তার বিস্তারিত রিপোর্ট মেদিনীপুর ডিভিশনে জানানো হয়েছে, মেরামতের কয়েকমাসের মধ্যে রাস্তা খারাপের ব্যাপারে বরাত পাওয়া কন্ট্রাকটরের সাথেও যোগাযোগ করা হবে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।