এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের মুখ-উজ্জ্বল করল নন্দনপুর হাইস্কুলের ছাত্রী অনন্যা

Published on: December 2, 2022 । 9:46 PM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: রাজ্য কলা উৎসবে লোকসঙ্গীতের বালিকা বিভাগে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে দাসপুর তথা ঘাটাল মহকুমার মুখ উজ্জ্বল করল অন্যন্যা মাইতি। অনন্যা দাসপুর-১ ব্লকের নন্দনপুর হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ে। সমগ্র শিক্ষা মিশন আয়োজিত রাজ্য স্তরের কলা উৎসবে লোক সঙ্গীতের বালিকা বিভাগে জেলাতে প্রথম হয়ে রাজ্য যায় অনন্যা। সেখানে লোক সঙ্গীতে দ্বিতীয় স্থান দখল করে। অনন্যার এই সাফল্যে খুশি মহকুমাবাসী।

অনন্যার বাড়ি ওই ব্লকের তাতার খাঁ গ্রামে। সে বলে, আমারলোকসঙ্গীত খুব প্রিয়। দ্বিতীয় শ্রেণি থেকে লোকসঙ্গীত চর্চা করছে। বর্তমানে সে কলকাতার নাগের বাজারেরে এক লোকসঙ্গীত শিল্পীর কাছ থেকে গান শিখছে।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]