রাতের অন্ধকারে সরকারি জায়গায় থাকা একের পর এক গাছ কেটে নেওয়ার অভিযোগ দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রামদেবপুর ঘোল পাড়ায়। আজ শনিবার ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুন দোলই অভিযোগ করেন,কাঁসাই নদীর ভাঙনের ফলে তাঁর গ্রাম পঞ্চায়েত এলাকার রামদেবপুর গ্রামের বেশকিছু এলাকা আনন্দগড় মৌজার বাঁধের দিকে চলে যায়। আর ওই অংশের বেশিরভাগ জায়গাই রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অধীন ওই অংশে রয়েছে অনেক গাছ। কিন্তু প্রায়শই গাছগুলি কেউ বা কারা রাতের অন্ধকারে কেটে পাচার করে দিচ্ছে। বুধবার রাতেও এমন ঘটনার খবর পেয়ে অরুণবাবু বাধা দিলে কাটা গাছ ফেলে পালায় এই কাণ্ডে জড়িত থাকা ব্যক্তিরা। তিনি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে খবর দিলে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এই ঘটনার পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান অরুনবাবু। অন্যদিকে রাজনগর গ্রাম পঞ্চায়েত কাটা গাছটি নিজেদের হেফাজতে নিয়েছে।