সুহৃদ চক্রবর্তী: চন্দ্রকোণার জয়ন্তী পুরে লরির সঙ্গে ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। মৃতের নাম সত্য মিদ্যা(৫৫)। বাড়ি খড়ার দলপতিপুরে। তিনি বাইকে করে যাবার সময় তাঁর বাইকে লরিতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে ক্ষীরপাই চন্দ্রকোণা সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











