এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

নন্দনপুরে তৃণমূলের জনসংযোগ যাত্রায় মিলল ব্যাপক সাড়া

Published on: July 14, 2019 । 6:45 PM

দাসপুর জুড়ে গেরুয়া ঝড়ের মাঝেই দাসপুর নন্দনপুর এলাকায় ১৩ জুলাই শনিবারে তৃণমূলের জনসংযোগ যাত্রায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এদিন জয়কৃষ্ণপুর বাজার থেকে দাসপুর-১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিকের উপস্থিতিতে জনসংযোগ যাত্রা সুরু হয়। প্রায় হাজার খানেক কর্মী সমর্থক দলীয় স্লোগান তুলে তেমুহানীঘাটের স্টিল ব্রিজে গিয়ে একটি পথ সভার মধ্যদিয়ে জনসংযোগ যাত্রা শেষ হয়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭