এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে আম বোঝাই গাড়ি গিয়ে পড়ল পুকুরে

Published on: June 19, 2019 । 12:18 PM

বকুলতলার দিক থেকে কেশপুরের দিকে যাবার পথে ঘাটাল মেদিনীপুর সড়কে দুর্ঘটনার কবলে এক পিক আপ ভ্যান। ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার দুবরাজাপুর মোড়ের। বুধবার ভোর প্রায় ৪টা নাগাদ আম বোঝাই একটি পিক আপ ভ্যান অন্য একটি মালবোঝাই লরিকে পাস দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আম সহ গাড়ি নিয়ে রাস্তার পাশের পুকুরে উলটে যায়!

স্থানীয়দের তৎপরতায় আম বোঝাই গাড়িটি থেকে চালক কে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উল্লেখ্য মঙ্গলবার সকালে এই দুবরাজপুরেই একটি বালি বোঝাই ডাম্পার উল্টে যায়। এই এলাকায় পথ দুর্ঘটনার ঘটনা বাড়তে থাকায় পথ নিরাপত্তা নিয়ে কপালে ভাঁজ এলাকাবাসীর।

Join our Whatsapp group

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭