শম্পা পাল: প্রতিবন্ধীদের সঙ্গে বাসকর্মীদের দুর্ব্যবহার ক্রমশ বেড়েই চলেছে। সহানুভূতি দেখানোর তো কোনও বালাই নেই বরং সুযোগ পেলেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ওপর নানা ধরনের দুর্ব্যবহার চলে ও করা হয় হেনস্তা। সম্প্রতি এই রকমই মানসিক অত্যাচারের সামিল হলেন দাসপুর থানার রানিচকের বাসিন্দা মণিশঙ্কর মাইতি। তিনি ১৬ মে বিশেষ কাজে মেদিনীপুর শহরে গিয়েছিলেন। ভর দুপুরে বাড়ি ফেরার জন্য মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বাসধরার জন্য গিয়েছিলেন। সেখানে তাঁর ওপর কী ধরনের ব্যবহার করা হয়েছিল তা ওই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।
Home এই মুহূর্তে বিশেষ প্রতিবেদন ঘাটালের বাসে প্রতিবন্ধীদের ওপর দুর্ব্যবহার বাড়ছে, বাসের ওপর ক্ষুব্ধ সবাই