এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এবার জিতলে ঘাটালের জন্য পার্লামেন্টে আবার বাংলায় কথা বলব:দেব

Published on: April 29, 2019 । 5:37 AM

সনাতন ধাড়া,সাগরপুর:আজ দাসপুরের সাগরপুরে দাসপুর-২অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাগরপুর স্কুল ফুটবল মাঠে নির্বাচনী জনসভা করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব ৷ সাগরপুরে অভিনেতা দেব আসার কথা সকাল দশটা নাগাদ ,এই খবর আগে থেকেই ছিল ৷ তাই দশটা থেকেই সাগরপুর স্কুল মাঠে দেব ভক্তদের ভিড় জমতে থাকে ৷

এদিন দেবের জনসভায় পুরুষের ছেয়ে মহিলাদের ভিড় ছিল লক্ষ্য করার মত ৷ প্রখর রৌদ্র আর ভ্যাপসা গরমে মাথার উপর হালকা ত্রিপলের ছাউনির মধ্যে একেবারে ঘেমে নেয়ে প্রায় দেড় ঘন্টারও বেশী সময় অপেক্ষা করে মহিলাদের বসে থাকতে দেখা যায় তাদের স্বপ্নের নায়ককে দেখার জন্য ৷ এদিন দেব উপস্থিত জনগনের উদ্দেশে বলেন , আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি ৷আপনাদের ভালোবাসার টানে আমি এখানে এসেছি ৷ ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী কথা প্রসঙ্গে জানান , যদি তিনি জেতেন তাহলে আবারও দিল্লিতে পার্লামেন্টে গিয়ে বাংলা ভাষায় তাঁর বক্তব্য পেশ করবেন ৷ কারণ , তিনি বাঙালি ৷ বাংলা ভাষাকে শ্রদ্ধা করতে তিনি জানেন ৷

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now