কাজ শুরু হওয়ার পর থমকে গিয়েছিল যশাড় সেতু নির্মানের পক্রিয়া৷ ১৬ বছর পরে পুনরায় শুরু হতে চলেছে অসম্পূর্ণ যশাড় সেতুর কাজ৷ সেতু নির্মানের কাজ সমাপ্ত হলে উপকৃত হবেন দুই মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকার মানুষ৷ ওই সেতুর অসমাপ্ত কাজ পুনরায় শুরু হওয়ায় খুশি দাসপুরের মানুষ৷ দীর্ঘদিন ধরে জমি জটে আটকে ছিল সেতুর কাজ৷ ২০১৮ সালের শেষের দিকে কাজশুরুর ছাড়পত্র মেলে৷ চলতি মাসের ৫ মার্চ সেতুর অসম্পূর্ণ অংশে কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হল৷ উদ্ধোধন করেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞ্যা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পরিসদের অধক্ষ্য তপন দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই প্রমুখ৷ তপনবাবু বলেন, সেতুর কাজ সম্পন্ন হলে দাসপুর থেকে কলকাতার দূরত্ব কমবে৷ ফলে দীর্ঘদিনের যোগাযোগের সমস্যা স্থায়ী ভাবে মিটবে৷ দাসপুরের মানুষের দীর্ঘ দিনের দাবি এবার পূরণ হতে চলেছে৷ ব্রীজটির কাজ যাতে দ্রুত সমাপ্ত সেই বিষয়ে বরাত প্রাপ্ত সংস্থার সাথে কথা বলা হয়েছে৷