রবীন্দ্র কর্মকার: ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হল সাড়ম্বরে। ২৯ জানুয়ারি ওই বিদ্যালয়ের পঞ্চাশ পছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলঘট, বিভিন্ন বাদ্যযন্ত্র, আদিবাসী নৃত্য, কাঠিনৃত্য ও ট্যাবলো সহযোগে একটি বর্ণময় শোভাযাত্রা বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় পা মেলান ওই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক-অভিভাবিকা ও গ্রামবাসীরা। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ আদক বলেন, এদিন বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী সমাবেশ ভবনের শিলান্যাস করেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই। এছাড়াও সুবর্ণজয়ন্তী মঞ্চের শিলান্যাস করেন ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ। বিকেল থেকে রাত পর্যন্ত চলে নানান বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতার প্রখ্যাত সঙ্গীত শিল্পী জয়ন্ত দে এদিন অনু্ষ্ঠান গান গেয়ে সবার মনোরঞ্জন করেন। ওই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি সাগর আদক জানান, এলাকার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত হয়েছিল তাদের স্বপ্নের এই স্কুল। আজ সেই শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রাক্তনী থেকে বর্তমান সকলের মধ্যে খুশির হাওয়া। সমরেন্দ্রবাবু বলেন, এই স্কুলের প্রাক্তনীরা সমাজের নানা ক্ষেত্রে আজ কর্মরত। যা প্রেরণা যোগাবে আগামী প্রজন্মকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. দিলীপ সিংহ, রাজ্য বিদ্যালয় শিক্ষা কমিশনের প্রাক্তন সদস্য ড. অশোকেন্দু সেনগুপ্ত প্রমুখ।