নির্মম এ চিত্র দেখলে পরিবেশ প্রেমীদের চোখে জল আসবে। গাছের ডালে ঘুড়ির মাঞ্জা দেওয়া সুঁতোয় গলা আটকে ঝুলছে বন্য টিয়া!
মকর সংক্রান্তি মানেই পিঠেপুলির সাথে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ। দিনে দিনে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ হ্রাস পেয়েছে ঠিকই কিন্তু যতটুকু আছে তাতেই এত পরিমানে আধুনিকীকরণ করা চলছে তাতেই নাজেহাল প্রকৃতি।
কাগজের পরিবর্তে এসেছে পলিথিনের ঘুড়ি,সুঁতোয় এসেছে আমূল পরিবর্তন। সূঁতোর ঘনত্ব ক্রমে কমে এখন তাতে প্রলেপ পড়েছে চায়না মাঞ্জার।
শহরের যেকটি গাছ অবশিষ্ট তাতেও আর সুখে নাই পক্ষীকূল। জনৈক অভিনেত্রী বিদীতা বাগ টুইট করেছেন এই ছবি। সেই ছবিই এখম ভাইরাল। তিনি লিখেছেন…
“আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে গেছে। এই ধাক্কা দেওয়া ছবিটা শেয়ার করেছেন ভাবিক ঠাকের। তিনি এই ছবির ক্যাপশন করেছেন, ‘কাই পো চে?’ প্রকৃতির এত সুন্দর একটি সৃষ্টির এই পরিণতি করার জন্য ধন্যবাদ। কিন্তু দুর্ভাগ্যবশত, প্রতি বছর এই ঘুড়ি উৎসবে শয়ে শয়ে পাখি এরকম ভাবেই মারা যায়। চিনা মাঞ্জার ব্যবহার বন্ধ হোক।”
‘কাই পো চে’ কথার অর্থ ‘ভো কাট্টা’। কিন্তু এই উন্মাদনা আহ্লাদের আড়ালে যে কতশত পাখির জীবন ঝুলে পড়ে তা সবার অজানা।