এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আঞ্চলিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা

Published on: December 14, 2025 । 7:55 PM

তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল:  পশ্চিমবঙ্গ জনশিক্ষা প্রসার দপ্তরের ব্যবস্থাপনায় আজ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত হল তাদের অধীনস্থ কল্যাণ আবাস সমূহের ‘আঞ্চলিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’। রাজ্যের আটটি জেলার মোট ১২টি কল্যাণ আবাসের প্রায় ২৫০ জন আবাসিক এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরের আবাসিকরা সকাল থেকেই মেদিনীপুরে ভিড় করেন। অনুষ্ঠানের

সূচনা হয় এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে, যা আবাসিকদের মধ্যে বিপুল উৎসাহ তৈরি করে। এই সাংস্কৃতিক প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল তিনটি বিষয়— বসে আঁকো, দলগত লোকনৃত্য ও একাঙ্ক নাটক। অংশগ্রহণকারী আবাসিকরা তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক দক্ষতা তুলে ধরার সুযোগ পায়। অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, অতিরিক্ত জেলা শাসক সন্দীপ টুডু, এবং জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তপু বসু। প্রশাসনের উপস্থিতি আবাসিকদের উৎসাহিত করে এবং প্রতিযোগিতার গুরুত্ব বাড়িয়ে তোলে। সারাদিন ধরে চলা এই সাংস্কৃতিক আয়োজনটি আবাসিকদের মধ্যে এক অন্যরকম উত্তেজনা ও আনন্দের বাতাবরণ সৃষ্টি করে। এটি শুধু প্রতিযোগিতা ছিল না, ছিল বিভিন্ন জেলার আবাসিকদের মধ্যে সৌহার্দ্য বিনিময় এবং প্রতিভা বিকাশের একটি বড় মঞ্চ।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad